Skip to main content

Posts

মেয়ের বাবা হলে জান্নাতি? নাকি জাহান্নামী!

আষার মাস। বাইরে আকাশ ভাঙ্গা বৃষ্টি। সময়টা রাত্রিবেলা। হাসপাতালের বারান্দায় বসে আছেন স্বাস্থ্যবান একজন লোক। পেশায় তিনি একজন সরকারি চাকরিজীবী। ঘুষ খান তবে আল্লাহকে মানেন। বহুবার হজ্জে গিয়েছেন। হাসপাতালে তিনি একা নন। তার সঙ্গে তার স্ত্রীও ছিল। তিনি গেছেন অপারেশন থিয়েটারে। সন্তান জন্ম দিবেন। ঘড়িতে রাত ১১টা ১০মিনিট। ডাক্তার সাহেব হাতের গ্লাভস খুলতে খুলতে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসছেন। লোকটির পাশে এসে বললেন, "মিষ্টি খাওয়ান, আপনার মেয়ে হয়েছে"। লোকটি শুকুর আলহামদুলিল্লাহ বলে চেঁচিয়ে উঠল। প্রথম সন্তান তাও আবার কন্যা। কন্যা সন্তান মানেই জান্নাত। মানুষের মুখের কথা নয়। হাদিসের বাণী। জামে তিরমিযী শরীফের ১৯১৩নং হাদিস। মদিনা মুনিব (দ:) বলেছেন, যে ব্যক্তিকে কন্যা সন্তান লালন-পালনের দায়িত্ব দেয়া হয়েছে এবং সে ধৈর্যের সঙ্গে তা সম্পাদন করেছে সেই কন্যা সন্তান তার জন্য জাহান্নাম থেকে আড়াল হবে। তার জান্নাতে যাওয়ার টিকেট রেডি। আদর করে বিয়ে দিতে পারলেই কেল্লা খতম। একটু পর টাওয়ালে করে নার্স নিয়ে আসছে ফুটফুটে এক মানবীনি কে। লোকটি চোখের দিকে তাকাতেই মায়ায় পরে গেল। এজন্য রূপকথার কোনো রাজকন্যা। আকাশ
Recent posts

পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা:) উপলক্ষে হবিগঞ্জ বাসীর জন্য তোহফা!

আসছে আগামী ১২ই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা:) উপলক্ষে নতুন নাত রচনা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, হবিগঞ্জ পৌর শাখার তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম শাফিউল আলম মাহিন। এই নাতটি হবিগঞ্জ বাসির জন্য তৈরি করা হয়েছে। কিছু দিনের মধ্যেই এই নাতের উপর একটি নাত ভিডিও আসছে বলে জানা গেছে। 

হযরত আব্দুল কাদির জিলানী (রহ:)

৪৭০ হিজরী। ১০৭৮ ঈঙ্গাব্দ। পারস্য, জীলান প্রদেশ। শাবান মাস। শেষ দিন। মেঘাচ্ছন্ন আকাশ। সবাই দেখছে উপরে। উঠবে বাঁকা চাঁদ? হাসবে কি রমজানের হাসি। না, চাঁদ নেই। একরাশ নিরাশা। কিন্তু কি হবে? রমজান কি আগামীকাল! সিদ্ধান্ত একজনই দিতে পারবেন। নাম, আবু সালেহ মুসা আল হাসানি। প্রসিদ্ধ পণ্ডিত। সকালে যেতে হবে। এখন রাত। সবাই ঘরে ফিরল। সকাল। সবাই একত্রিত। পণ্ডিতের দলিজায়। ঠক! ঠক! - ভেতরে কেউ আছেন। আমরা জিলান শহরবাসী। হযরতের কাছে এসেছি। বিশেষ দরকার। - ক্ষমা করবেন। তিনি নেই। (আওয়াজ এলো, পর্দার ভেতর থেকে)। - কোথায় তিনি? কখন আসবেন? - অন্য শহরে গিয়েছেন। কিছুদিন লাগবে। জানতে পারি কি সমস্যা? তিনি আসলে জানাব। তারা জানালো সমস্যা। চাঁদ না দেখা। রমজান নিয়ে দ্বিধা। এবার ফেরার পালা। সবাই পিছে ঘুরল। ঘরে ফিরবে। তখনি ঘরের মালকিন ডাকলেন। - শুনুন! একটু থামুন। আপনাদের সমাধান হয়ত আছে। - জ্বী, বলুন। আমরা শুনছি। - আজরাতে আমি সন্তান প্রসব করেছি। আমার সন্তান আজ সুবহে সাদেক থেকে কিছুই পান করছে না। খাওয়াতে চাইলে মুখ ফিরিয়ে নিচ্ছে। আমার মনে হয়, শিশুটি রোযা রেখেছে। আমার মনে হয় আজ রমযান। এখন সিদ্ধান্ত আপনাদে